কিরে এতোবছরের ভালোবাসা ফেলে চলে গেলি তুই আমাকে একা করে, কিন্তু হ্যাঁরে তুই তো সেই পাগলীটিই রয়ে গেলি, তোর সমস্ত স্মৃতি গুলোযে আমার কাছে ফেলে গেছিস, তুই ওগুলো ফেরত পেতিসও না ওটা যে আমার অধিকার তুই তো ভালোবাসা নিয়ে চলে গেছিস l কিন্তু চিন্তা করিস নারে তোর সমস্ত স্মৃতি গুলো আঁকড়ে ধরে আছি l ভাবিস না তোকে ভুলে গেছি নিজেকে ভুলতে পারি কিন্তু তোকে ভুলতে পারবোনারে, জীবনের প্রতিটা মুহূর্ত শুধু তোকেই মনে করেছি l জানিস তোর কাছ থেকে পাওয়া অবহেলা, দুঃখ, কষ্ট গুলো আজ যেন আবার ঘুম থেকে জেগে উঠেছে, আর জানিস আজ আমার চোখের জল আর বালিশের সাথে মিষ্টি সম্পর্ক তৈরী হয়েছে, আর এটা শুধু তোর জন্যই সম্ভব হয়েছে
ওই শোননা তোর ব্যাস্ত জীবনের ছোট্ট একটি মুহূর্ত যদি আমার কথা মনে পরিয়ে দেয়... ভাবিসনা না তখনো আমি তোকে ভুলে গেছি কারণ আমি জীবনের প্রতিটা মুহূর্ত তোর অজান্তে তোকেই দিয়েছি, তোকেই ভালোবেসেছি..
জানিস? সবাই যেন কেমন পাগল হয়েছে গেছে আমাকেনা কেও বাড়িথেকে বেরোতে দেয় না.. রাস্তায় আসলেই সবাইদুরে সরে যাই.. বাচ্ছারা জানিস ঢিল মারে, আমাকে সবাই পাগল বলে, ওরা জানেনা কেও বোঝেনা কেও আমি তোকে কত ভালোবাসি.. তাতে কি হয়েছে আমি ছেড়া জামা প্যান্ট পরিতো, চুল না হয় একটু জট ধরেছে.. আর মাঝে মাঝে খিদে পায়তো ডাস্টবিন থেকে না হয় খাবার কুড়িয়েই খাই,, তাই বলে কি আমি পাগল বল না.....
সব শেষে একদিন জানিস কি হলো. আমি রাস্তা দিয়ে হাঠছিলাম একটা গড়িনা আমাকে ধাক্কা দিয়ে চলে গেলো, আমি রাস্তার পাশে পড়েছিলাম আমাকে না কেও ধরলোনা. আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল....
জানিস শেষ নিঃশাস টুকু ত্যাগ করার আগে তোর নামটাই আমার মুখে এসেছিল ➡️ ➖️➖️➖️➖️➖️-➖️➖️❓️❓️❓️ 💔💔💌💌
— Bab baru akan segera rilis — Tulis ulasan